×

সারাদেশ

রাজাকারদের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় মাথা কাটার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩২ পিএম

রাজাকারদের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় মাথা কাটার হুমকি

সংবাদ সম্মেলনে কামরুল হাসান

সাংবাদিককে হত্যার হুমকি
স্বাধীনতাবিরোধী ও রাজাকারদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখার (স্ট্যাটাস) কারণে কামরুল হাসান নামে সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় গেল ১৫ সেপ্টেম্বর চৌগাছা থানায় অভিযোগ (জিডি নং-৬০২) দিয়েছেন ওই সাংবাদিক। এরপর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সহায়তা চেয়েছেন তিনি। হুমকির শিকার কামরুল হাসান ‘অপরাধ দূর্গ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক চৌগাছা ও এনপিএস নিউজ বুলেটিনের বিশেষ প্রতিনিধি। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল হাসান উল্লেখ করেন, গেল ১৩ সেপ্টেম্বর বেলা ১১টা ১৬ মিনিটে ‘স্বাধীন মানচিত্র’ নামে তার ফেসবুক আইডিতে ‘যশোর চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের আওয়ামী লীগের কর্মীরা হতাশ, রাজাকার সদস্যদের পদধ্বনি’ শিরোনামে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি পোস্ট করার ৪০ মিনিট পরে ‘দৈনিক গ্রামের কাগজ নামে পত্রিকার ফটোসাংবাদিক পরিচয়দানকারী জনৈক মাদকসেবী শামীম রেজা ওরফে শামীম নামে একজন ০১৭১৬৩৪১৬৭৬ নাম্বার থেকে তার ০১৭৫২-০২১৩৫৫ কল করেন। কল ধরলে ওপাশ থেকে ‘ধড় থেকে মাথা নামিয়ে ফেলার হুমকি দেয়া হয়। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, হত্যার সেই হুমকির ঘটনা আড়াল করতে স্থানীয় পত্রিকায় কামরুল হাসানের নামে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে তার সন্মান ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে কামরুল আরো অভিযোগ করেন, তাকে ছাড়াও উপজেলায় কর্মরত অন্য সাংবাদিকদের চতুর্থ শ্রেণির সাংবাদিক বলে ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শামীমের ফেসবুক আইডি থেকে মানহানিকর লেখা পোষ্ট দিয়েছেন। উপজেলার বিভিন্ন সম্মানি মানুষের নামেও বিভিন্ন সময়ে ওই ব্যক্তি মানহানিকর লেখা পোষ্ট করে থাকেন। সংবাদ সন্মেলনে হুমকির শিকার কামরুল হাসান জানান, তার নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি আবেদন করেছেন। সাংবাদিক কামরুল হাসান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চৌগাছার চিফ রিপোর্টার খালেদুর রহমান, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ভয়েজের যশোর জেলার ফাংশনাল মেম্বর মিজানুর রহমান ও আইনজীবী মহসিন আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App