×

খেলা

মাইলফলক স্পর্শে ৫ ছক্কা দরকার ধোনির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৭ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটে ৩১৮ ম্যাচে ২৯৫টি ছক্কা হাঁকিয়েছেন ধোনি। আর মাত্র ৫টি ছক্কা মারতে পারলেই ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছক্কার রেকর্ড গড়বেন তিনি। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মা ৩৬১ ছয় নিয়ে প্রথমে ও সুরেশ রায়না ৩১১ ছয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

এদিকে আইপিএলের ছক্কার সংখ্যায় ভারতীয়দের মধ্যে ধোনি ২০৯ ছক্কা নিয়ে সবার আগে রয়েছেন। তবে আইপিএলে ছক্কার সংখ্যায় ৩২৬টি নিয়ে প্রথমে রয়েছেন ক্রিস গেইল, আর ২১৪ ছক্কা নিয়ে দ্বিতীয় এবি ডি ভিলিয়ার্স এবং এরপরের অবস্থানে রয়েছেন ধোনি।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিশ্বে সবচেয়ে বেশি ছক্কা হাকিয়েছেন ক্রিস গেইল। ৪০৪ ম্যাচে হাঁকিয়েছেন ৯৭৮টি ছক্কা। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ ছক্কা হাঁকিয়েছেন ১৯ জন ব্যাটসম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App