×

আন্তর্জাতিক

না ফেরার দেশে বিশ্বের একমাত্র ‘তুষার চিতা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:০৭ পিএম

না ফেরার দেশে বিশ্বের একমাত্র ‘তুষার চিতা’

নিজের করা গিনেস রেকর্ডের স্বীকৃতিসহ তুষার চিতা আং রিতা শেরপা

মাউন্ট এভারেস্ট জয় করতে করতে নাম হয়েছিল ‘তুষার চিতা’। হিমালয়ের চূড়ায় উঠা ছিল নেশা। এক নিমিষেই বের হয়ে গেল তার শেষ নিঃশ্বাস। অক্সিজেনের সহায়তা ছাড়া ১০ বার হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তিনি। নেপালের সেই বিশ্বখ্যাত পর্বতারোহী আং রিতা শেরপা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। খবর বিবিসি ও রয়টার্সের।

গতকাল সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে আং রিতার মৃত্যু হয় বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করে। তিনি যকৃৎ ও মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০১৭ সালে আং রিতাকে স্বীকৃতি দেয় যে, তিনি হলেন বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি বোতলভর্তি অক্সিজেন ছাড়া ১০ বার মাউন্ট এভারেস্ট জয় করেন। ১৯৮৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে এই রেকর্ড করেন তিনি। আজ পর্যন্ত কেউ সেই রেকর্ড ছুঁতে পারেনি।

বোতলভর্তি অক্সিজেনের সহায়তা ছাড়া শীতের মধ্যে ২৯ হাজার ২৮ ফুটের পর্বতচূড়া ছোঁন আং রিতা। এটা ১৯৮৭ সালের কথা। পর্বত আরোহণে এই প্রবাদপ্রতিম সাহসী ভূমিকার জন্য তাকে ‘তুষার চিতা’ নামে অভিহিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App