×

সারাদেশ

কমলনগরে খালের পেটে সেতু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৬ পিএম

কমলনগরে খালের পেটে সেতু
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নে জোয়ারের স্রোতে ভেঙে তলিয়ে গেছে কাদিরপন্ডিতের হাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডাকাতের সেতু। এ ঘটনায় উপজেলার লরেন্স বাজার, করইতলা বাজার, চৌধুরী বাজার, ভক্তপাড়া বাজার, নবীগঞ্জ বাজার ও আশপাশ এলাকার প্রায় ২০(বিশ) হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এছাড়াও ভাঙনাতঙ্কে অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে সেতু সংলগ্ন গড়ে ওঠা ৮টি দোকান । সরেজমিন ঘুরে জানা যায়, ২০১৬ সালে মেঘনার ভাঙনের মুখে কাদিরপন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়টি প্রায় দুই কিলোমিটার পূর্বে ডাকাতের সেতু নামক এলাকায় স্থানান্তরিত হয়। এই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। গেল কয়েক দিনের অস্বাভাবিক জোয়ারের পানির তীব্র স্রোতে সেতুটি ভেঙে খালের পেটে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এলাকার বেশ করেয়কটি ব্যবসা প্রতিষ্ঠান। তাই দ্রুততার সহিত সেতুটি নির্মাণ করে এই দুর্ভোগ লাঘবের দাবি স্থানিয়দের। লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ হিরন জানান, সেতুটি ভেঙে পরায় পুরো এলাকার মানুষের যোগাযোগ ব্যাবস্থা অচল হয়ে গেছে। আপদকালীন বরাদ্দের আওতায় এনে সেতুটি পূর্ণ-নির্মাণে সহসাই উদ্দোগ নেয়া হবে বলে জানান তিনি। এ ব্যাপারে কমলনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী জানান, কাদিরপণ্ডিতের হাট উচ্চবিদ্যালয় ও স্থানীয় লোকদের দূর্ভোগ ঠেকাতে সেতুটি নির্মাণের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সেখানে বাঁধ নির্মাণেরও উদ্যোগ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App