×

জাতীয়

অতিরিক্ত রাস্তা নির্মাণ আর নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৫ পিএম

অতিরিক্ত রাস্তা নির্মাণ আর নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অতিরিক্ত রাস্তা নির্মাণ আর নয়

অতিরিক্ত রাস্তা। প্রতীকী ছবি

এক সময় উন্নয়ন বলতেই রাস্তা আর সড়ক যোগাযোগকে বোঝানো হতো। জাতীয় থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটারদের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিই বেশি দিতেন। তবে এমন অবস্থান থেকে সরে আসার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী অতিরিক্ত রাস্তা নির্মাণ না করার নির্দেশ দিয়ে বলেছেন, বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের অতিরিক্ত রাস্তা নির্মাণ করা যাবে না। এই ধরনের মানসিকতার বাইরে আসতে হবে।

প্রধানমন্ত্রী জমি সুরক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, বেশি সড়ক নির্মাণ করলে জলাভূমির দেশে পানি চলাচল বাধাগ্রস্ত হয়। এটা জ্ঞানীরা আগেই বলেছেন। এই সম্পর্কে সাবধান হতে হবে।

প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, যাদের অল্প জমি রয়েছে এবং সেই জমিতে বাড়িঘর করে থাকছে, সেসব জমি অধিগ্রহণ করা থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App