×

সারাদেশ

হিলিতে ফের পেঁয়াজের দাম বৃদ্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৫ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। অপরদিকে আমদানিকারকদের আড়তগুলোতে কোন প্রকার রশিদ ছাড়াই বিক্রি হচ্ছে পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন পেঁয়াজ কিনতে আসা সাধারণ পাইকাররা। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। গতকাল যে পেঁয়াজগুলো বিক্রি হয়েছে ২৫ থেকে ৪০ টাকা কেজি আজ সেই পেঁয়াজ পাইকারি বাজারে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭০ টাকা এবং পচা পেঁয়াজের বস্তা (৫০ কেজি) বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। এদিকে আড়ত থেকে খুচরা ব্যবসায়ীদের পেঁয়াজ কেনার সময় আমদানিকারকরা কোন প্রকার রশিদ দিচ্ছেনা বলে অভিযোগ করেন সাধারণ ব্যাবসায়ীরা। কয়েকজন পেঁয়াজ কিনতে আসা পাইকার জানান, আড়তগুলো থেকে রশিদ চাইলে তারা পেঁয়াজ দিচ্ছেনা। পেঁয়াজ ক্রয়ের রশিদ চাইলে তারা পেঁয়াজ বিক্রি করতে অপারগতা প্রকাশ করেন। বাধ্য হয়ে আমাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। তারা আরও জানান, আমরা সাধারণ পাইকাররা খুব ভয়ে আছি। কারণ, যে কোন সময় খুচরা বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালাতে পারে। তখন উপজেলা প্রশাসন আমাদের কাছ থেকে রশিদ দেখতে চান। না দেখাতে পারলেই জরিমানা । রশিদ ছাড়া পেঁয়াজ বিক্রির কথা জানতে চেইলে আমদানিকারকরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তবে দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ এবং গত শনিবারের আমদানি হওয়া পেঁয়াজগুলো অধিকাংশই পচে গেছে যার কারণে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সাথে রশিদ ছাড়া পেঁয়াজ বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। অন্যদিকে বাজার মনিটরিং এবং পণ্য ক্রয়ের রশিদ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমরা প্রতিনিয়ত বিভিন্ন উপজেলাতে বাজার মনিটরিং করছি। হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হিলির পেঁয়াজের আড়তগুলো মনিটরিং বিষয়টি দেখবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App