×

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:১৮ পিএম

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১০

ভবন ধসের পর উদ্ধার তৎপরতা চলছে।

মুম্বাইয়ের ভিওয়ান্ডি এলাকায় হুড়মুড়িয়ে একটি ভবন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৪টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে ২০ থেকে ২৫ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, ভবন ভেঙে পড়ার পর স্থানীয়রা ২০ জনকে উদ্ধার করেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধার কাজে অংশ নেন। দমকল বাহিনী ও পুলিশও সেই কাজে সহায়তা করছে। এখন পর্যন্ত মোট ৩১ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আরো ২০-২৫ জনের আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক অফিসার।

মৃতদের পরিবাররে প্রতি সমবেদনা জানিয়ে করে সব রকম সাহায্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘মহারাষ্ট্রের ভিয়ান্ডির ঘটনায় দুঃখিত। মৃতেদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’’ ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App