×

রাজধানী

সিঙ্গাপুরে পাড়ি দিলেন ড. বিজন কুমার শীল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬ এএম

সিঙ্গাপুরে পাড়ি দিলেন ড. বিজন কুমার শীল

ড. বিজন কুমার।

বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট উদ্ভাবন দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ড. বিজন সিঙ্গাপুর থেকে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এসে গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে শিক্ষকতা করছিলেন। পরে করোনা সংক্রমণ শুরু হলে তিনি অ্যান্টিজেন্ট ও অ্যান্টিবডি কিটের উদ্ভাবন করলেও তা অনুমোদন পায়নি।

গত জুলাইয়ে তার ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবেদন করলে তার ভিসার মেয়াদ বাড়েনি। ফলে কাজ করতে না দেশ ছাড়লেন ড. বিজন।

এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সার্স ভাইরাস প্রতিরোধে সিঙ্গাপুর সরকারের একজন বিজ্ঞানী হিসেবে অন্যতম ভূমিকা পালন করেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App