×

খেলা

আইপিএলের লড়াই শুরু, নেই চার-ছয়ের সেই ডেন্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম

আইপিএলের লড়াই শুরু, নেই চার-ছয়ের সেই ডেন্স

ফাইল ছবি।

আইপিএলের লড়াই শুরু, নেই চার-ছয়ের সেই ডেন্স

টসের পর ধোনি-রোহিত।

আমিরশাহিতে ব্যাট-বলের দুন্দুভি বেজে গেল। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

গত বারের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে ১ রানে হেরেছিল চেন্নাই সুপার কিংস। সেই হারের মধুর প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে ধোনির সিএসকে। ক্রিকেটভক্তদের চোখ মহেন্দ্র সিংহ ধোনির দিকে। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ বার তাঁকে দেখা গিয়েছিল খেলতে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ৩৪ দিন পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে নামা ‘ক্যাপ্টেন কুল’ কেমন খেলেন, সেদিকে নজর থাকছে সবারই।

মনোবল বাড়াতে কলকাতা নাইট রাইডার্সের মালিক ‘কিং খান’ লেখেন, ‘আজকের ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সকে শুভেচ্ছা জানাই। সব প্লেয়াররা সুস্থ থেকে নিজেদের সেরাটা যাতে তুলে ধরতে পারে, সেই আশাই রাখি। দারুণ একটা ম্যাচ হোক।

[caption id="attachment_242956" align="aligncenter" width="700"] ফাইল ছবি।[/caption]

এদিকে প্রতিবারের মত এবারের আইপিএল এ নেই চার ও ছয়ের উল্লাসে ‍সুন্দরী রমনীদের মনোরম সেই নৃত্য। খেলোয়াররা চার ও ছয় হাকালেই তারা আলাদা মঞ্চে দৃষ্টিনন্দন নৃত্যের মাধ্যমে সবাইকে বিমোহিত করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App