×

সারাদেশ

কুড়িগ্রামে নদনদীর পানি কমছে, ভাঙছে জনপদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৬ এএম

কুড়িগ্রামে নদনদীর পানি কমছে, ভাঙছে জনপদ
কুড়িগ্রামে সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ধরলা নদীর পানি দ্রুতগতিতে কমতে থাকায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমর নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও গতকাল শুক্রবার দুপুর থেকে তা কমতে শুরু করেছে। তবে রোপা আমনসহ নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল এখনো পানিতে তলিয়ে থাকায়, তা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানান, গতকাল মেঘ কেটে বৃষ্টি থেমে গেছে, রোদও উঠেছে। ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টের পানির উচ্চতা পরিমাপক রুস্তম আলী ও চিলমারী পয়েন্টের মাহফুজ রহমান জানান, রাতে পানি বাড়লেও শুক্রবার সকাল থেকে ব্রহ্মপুত্র নদের পানি ছিল স্থির। বিকাল ৩টা থেকে পানি কমতে শুরু করেছে। তারা পানির গতিপ্রকৃতি দেখে মনে করছেন পানি আরো কমবে। বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা আছে বলে তাদের মনে হচ্ছে না। এদিকে পানি কমায় ভাঙন তীব্র হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান জানান, গত দুদিনে ধরলার ভাঙনে তার ইউনিয়নের জগমনেরচর এলাকার ৫৪টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। এছাড়াও ১ হাজার ৩৫০টি পরিবার পানিবন্দি জীবনযাপন করছে। অন্যদিকে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চরসিতাই ঝাড় এলাকায় তীব্র নদী ভাঙনে প্রাইমারি স্কুলসহ বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উজানে বৃষ্টিপাত কমায় কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ধরলা ছাড়া সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমা অব্যাহত থাকবে। বড় কোনো বন্যার শঙ্কা নাই বলেও তিনি জানান। এছাড়া ১০টি পয়েন্টে ভাঙন শুরু হওয়ায় জরুরি ভিত্তিতে জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App