×

খেলা

নেতৃত্বে ফিরছেন সাকিব!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৯ পিএম

নেতৃত্বে ফিরছেন সাকিব!

তামিম ইকবালের সঙ্গে গোশগল্পে মত্ত সাকিব আল হাসান

নিষেধাজ্ঞার আগে টাইগারদের টেস্ট নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। তার অধিনায়কত্বে ৩ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট উন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের হারায় টাইগাররা। এরপর ২০১৮-১৯ মৌসুমে উইন্ডিজকে হারায় সাকিব বাহিনী। ৫০ ওয়ানডে ম্যাচে টাইগারদের নেতৃত্বে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তার অধিনায়কত্বে ২৩ ম্যাচে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। সংক্ষিপ্ত ফরমেটে ২১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়ের দেখা পেয়েছেন ৭ ম্যাচে। অধিনায়ক হিসেবে সাকিব যে মন্দ নয় তা পরিসংখ্যান দেখেই বলা যায়। লঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবের ফেরার সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো অনিশ্চয়তা দূর হয়নি। ঝুলে আছে সফরের ভাগ্য তবে, এর মাঝেই অনুশীলন চালিয়ে যাচ্ছে দুদল। এ সিরিজ দিয়েই মাঠে ফিরতে চাইছে লঙ্কানরা। দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেছেন, দ্রুতই খেলায় ফিরতে মরিয়া হয়ে আছেন তারা। করোনা মহামারিতে স্থগিত হওয়া প্রতিটি সিরিজের সূচি পুনর্বিন্যাসে লঙ্কান বোর্ড কাজ করছে বলেও জানান তিনি। দুই দেশের দুই চিত্র। এখন পর্যন্ত শ্রীলঙ্কায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। আর বাংলাদেশে সংখ্যাটা প্রায় ৫ হাজার। লঙ্কানরা খেলছে ঘরোয়া ক্রিকেট। তামিম-মুশফিকরা দোটানায়। কবে আবার খেলতে পারবেন, আছেন সেই প্রতীক্ষায়।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ এখন অনিশ্চয়তার দোলাচলে। শর্ত মেনে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চায় না বাংলাদেশ। তারপরও শ্রীলঙ্কার ইতিবাচক মনোভাবের অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আশাবাদী দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে শ্রীলঙ্কা বেশি দেরি করলে বিসিবি নতুন কিছু ভাবতে পারে বলেও জানিয়েছেন তিনি। পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জালাল ইউনুস বলেন, আমরা পরিষ্কার করে জানিয়েছি, কোয়ারেন্টাইন পর্ব কমাতে হবে, আমাদের অনুশীলনের সুযোগ দিতে হবে, অন্যথায় আমাদের পক্ষে সিরিজটি খেলা সম্ভব নয়। আমরা এখন শ্রীলঙ্কার জবাবের অপেক্ষায় আছি। এটি তাদের জাতীয় ইস্যু, তাই শ্রীলঙ্কা ক্রিকেট কোনো সিদ্ধান্ত নিতে পারে না। দ্রুত জবাব দেয়ার জন্য আমরা তাদের চাপ দিতে পারি না। আশা করছি, আগামী দুই-তিন দিনের মধ্যে আমরা জবাব পেয়ে যাব। তবে বেশি দেরি করলে আমাদের হয়তো নতুন করে চিন্তাভাবনা করতে হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাব্য টেস্ট সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও, সাকিবের অধিনায়কত্ব নিয়ে ভাবছে না বোর্ড। বরং দায়িত্বে থাকা মুমিনুল হকে আরো সময় আগ্রহী বিসিবি। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। নিষেধাজ্ঞা শেষে সাকিবের মাঠে ফেরাটাই গুরুত্বপূর্ণ, অধিনায়কত্ব নয়। তাই বোর্ডের ভাবনাকে সমর্থন দিয়েছেন সাবেকরা। ২০১৯ সালের ২৯ অক্টোবর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি কালো অধ্যায়। ফিক্সিংয়ের তথ্য গোপনের অপরাধে এক বছরের নিষেধাজ্ঞার শেকলে আটকা পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব ফের আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে ফিরবেন এই প্রতীক্ষায় পথ চেয়ে রয়েছেন টাইগার সমর্থকরা। নিষেধাজ্ঞার বাধা উঠতে এখনো ৩৯ দিনের মতো বাকি। শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভাব্য সিরিজে ফিরছেন বিশ^সেরা অররাউন্ডার। সাকিব ফিরলে স্বাভাবিকভাবেই অনেকের প্রশ্ন? অধিনায়কত্ব কে করবেন? সাফ উত্তর দিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। আকরাম খান বলেন, আপাতত সামনের সিরিজে সাকিবের টেস্ট অধিনায়ক নিয়ে ভাবছি না। মুমিনুল থাকবে। সে ভালো করছে, তাকে আরো সুযোগ দিতে চাই। সাকিব দলে ফেরাটাই বড়। নেতৃত্বের বিষয়টি পরে ভাবা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App