×

খেলা

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে আইপিএল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৪ পিএম

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে আইপিএল

এবার আর জমছে না উদ্বোধন

আইপিএলের চিরচেনা ঝলকানো রূপ দেখা যাবে না এবার। করোনাকালে সংযুক্ত আরব আমিরাতে আসরটি অনুষ্ঠিত হলেও তাতে থাকছে না কোনও উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি এবারই প্রথম আইপিএলে থাকছে না কোনও চিয়ারগার্ল।

করোনার কারণে দেরি করেই শুরু হচ্ছে এবারের আইপিএল। যা মাঠে গড়াচ্ছে শনিবার। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। করোনার কারণেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে ম্যাচ শুরুর আগে অনুষ্ঠান উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি।

অবশ্য দুবাই ও শারজায় এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বন্ধ দরজায়। তাতে লাভ হবে ব্রডকাস্টারদেরই। সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘যেহেতু দর্শকরা মাঠে আসার সুযোগ পাচ্ছে না। তাই ব্রডকাস্টাররা এবার সর্বোচ্চ রেটিংয়ের আশা করছে।’

গাঙ্গুলী আরও বলেছেন, পরে হয়তো দর্শক ফিরতে পারেন মাঠে। তবে সেটি হতে পারে ৩০ শতাংশ, ‘করোনার সংক্রমণের কারণে মানুষ খুব কাছাকাছি থাকুক এটা কেউ চাইবে না। তবে খুব শিগগিরই ৩০ শতাংশ দর্শক দেখা যাবে, তবে সামাজিক দূরত্ব অবশ্যই মানা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App