×

সাময়িকী

স্বর্গের অন্বেষণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৭ পিএম

নিবিড় নির্জনে, নীরবে দেখি স্বর্গ আত্মার ভেতর ঘুমিয়ে থাকে স্বর্গ, আমরা পরস্পরকে জানি বহুকাল আমরা পরস্পরকে ভালবাসি অনন্তকাল। স্বর্গে ঊর্মিমুখর কল্লোলে সুর-সুধা লুকিয়ে থাকে অতলান্তে। অন্তর্দৃষ্টির যুগল আত্মায় একাকী নিঃসঙ্গ পদযাত্রায় স্বর্গ থাকে। বিপথের গোলাক ধাঁধায় স্বর্গ হাসে, ছুটে চলি স্বর্গের অভিমুখে। স্বর্গ কোথায়? কেন স্বর্গ ঢাকা পড়ে অন্ধকারে? উড়ে চলা মেঘরাশি ঢেকে দেয় স্বর্গের মুখ আকাশহীন গভীরে ঢাকা থাকে স্বর্গ স্বর্গে প্রবেশ কঠিন, মহাকঠিন স্বর্গের দ্বার। স্বর্গশিখা জ্বলে অভিশাপে স্বর্গশিখা জ্বলে কালোরাতে। অভিশাপ ও পাপের পঙ্কিলতায় স্বর্গ নেই স্বর্গ চলে যায় দূর-বহুদূরে। আমি শিক্ষা নেই স্বর্গে যাবার আমি স্বর্গের শিক্ষায় বন্দি থাকি স্বর্গের গভীরতা জানার চেষ্টা করি স্বর্গ জীবনের সুখ, স্বর্গ ক্ষয়িষ্ণু গুণ স্বর্গকে ভালবাসি, স্বর্গই আমার সর্বসুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App