×

সারাদেশ

ভিজিডির ২৮ বস্তা চাল উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩২ পিএম

ভিজিডির ২৮ বস্তা চাল উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ভিজিডির ওই ২৮ বস্তা চাল উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। জানা গেছে, বর্ষণ গ্রামের যুবলীগ কর্মী কামরুজ্জামানের বাবা মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগী সদস্যদের কাছ থেকে কম দামে ভিজিডির চাল কিনে বাড়িতে মজুত করে রাখেন। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম পুলিশ নিয়ে যুবলীগ কর্মীর বাড়ি তল্লাশী চালান। এ সময় তার ঘরের বারান্দা থেকে মোট ২৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে চাল ব্যবসায়ী মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক পালিয়ে যায়। মকছেদ আলীর পরিবারের দাবি, ওই চালগুলো বর্ষণ গ্রামের আবু বকর সিদ্দিকের। সে আমাদের বাড়িতে চালগুলো রেখেছিল। আমরা জানতাম না, এসব ভিজিডির চাল। ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঙ্গে কথা বললে তিনি বলেন, ওই চালগুলো কার তা আমার জানা নেই। নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে ২ জনের নামে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App