×

সারাদেশ

দুর্গম প্রতিটি উপজেলায় স্থাপন করা হবে ৫০ শয্যার হাসপাতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮ পিএম

দুর্গম প্রতিটি উপজেলায় স্থাপন করা হবে ৫০ শয্যার হাসপাতাল
দুর্গম প্রতিটি উপজেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ দীপংকর তালুকদার। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উপজেলা গুলোতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল গুলোকে ৫০ শয্যায় উন্নতির পরিকল্পনা নিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করতে গিয়ে দীপংকর তালুকদার একথা বলেন। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা পিএসসি, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো: মহসিন, সহকারী প্রকৌশলী মেহেদি হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৬ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মাণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App