×

সাময়িকী

অচেনা তুমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২১ পিএম

আমার ঘরের গলি-ঘুপচি ভেদ করে যে রোদটুকু আসে আজকাল তা বড্ড জানান দিয়ে যায়, তুমি এখন ভীষণ অন্যের। তোমার বুকের পশম, গায়ের ঘামের সোঁদা গন্ধ কিংবা তোমার চোখের চাহনি, কেমন যেন চেনা হতে হতে তীব্র অচেনা এখন। অথচ, ওই চোখেই একদিন দেখেছিলাম কালবৈশাখীর নাচন। কী ভীষণ তুমিময় হতে হতে হারিয়ে গিয়েছি আমি। চেনা অলিগলি, পথঘাট, গলি হাতড়ে বেড়াই। সানাইয়ের সুর, ফুলমালা আর হাতের তালুতে বিষাক্ত সাপ। অভিনয়ের ছল, অদ্ভুতুড়ে স্মৃতি, আর নিশ্চিহ্ন সময়, এখন বড্ড বেশি অন্যের তুমি, একেবারে অচেনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App