×

অর্থনীতি

ব্যাংকগুলোর ৩৮৩ কোটি টাকা মুনাফা কমেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৭ এএম

  • তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩১২ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের।

করোনা ভাইরাসে আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ৩৮৩ কোটি টাকার নিট মুনাফা কমেছে। যেখানে আগের বছরের প্রথমার্ধে নিট মুনাফা বেড়েছিল প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা বা ২৭ শতাংশ। ব্যাংকগুলোর ২০২০ সালের প্রথমার্ধের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

২০১৯ সালের আগস্ট মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৩০ হাজার ৯৬ কোটি ৯৮ লাখ টাকা। যা চলতি বছরে ঘোষিত বোনাস শেয়ারের কারণে বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৯৬ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে মূলধন বেড়েছে ৭৯৯ কোটি ৫১ লাখ টাকা বা ২.৬৬ শতাংশ। তবে করোনা ভাইরাসের কারণে এখনো কিছু ব্যাংকের বোনাস শেয়ার দেয়া বাকি রয়েছে। সেগুলোর প্রদানের মাধ্যমে মূলধন আরো বাড়বে। অন্যদিকে ব্যাংকগুলোর মূলধন বাড়লেও করোনা ভাইরাসের কারণে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে নিট মুনাফা কমেছে ৩৮৩ কোটি ৪৫ লাখ টাকা বা ১০.৮৪ শতাংশ। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায় ৩ হাজার ১৫৫ কোটি ১৯ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। যার পরিমাণ ২০১৯ সালের প্রথমার্ধে ছিল ৩ হাজার ৫৩৮ কোটি ৬৪ লাখ টাকা।

দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে ১২টি বা ৪০ শতাংশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। আর ১৭টি বা ৫৬.৬৭ শতাংশ ব্যাংকের মুনাফা কমেছে। বাকি ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান বেড়েছে।

তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩১২ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। এরপরে ২১৬ কোটি ৪১ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠেছে ডাচ্-বাংলা ব্যাংক। তৃতীয় অবস্থানে নেমে যাওয়া সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা হয়েছে ১৮৯ কোটি ৬২ লাখ টাকার।

চলতি বছরের প্রথমার্ধে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ২১ কোটি ৭ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ৫ কোটি ৭২ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ১৪ কোটি ৫৩ লাখ টাকা মুনাফা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে এবি ব্যাংক ও ১৫ কোটি ২০ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক।

তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ২ হাজার ৯২০ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে আইএফআইসি ব্যাংকের। আর ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App