×

জাতীয়

ঢাকা-৫ এর প্রার্থীদের সঙ্গে ২০ সেপ্টেম্বর বসবে ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম

ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন প্রশিক্ষণ ইন্সস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এসময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে জানানো হবে।

সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনের রির্টানিং কর্মকর্তা জি এম মোতাহার উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার এ তথ্য জানা গেছে।

ইসির তফসিল অনুযায়ী ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে ১৭ অক্টোবর ভোট হবে। এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল ১৭ সেপ্টেম্বর । মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর ।

এর আগে ৬ মে বার্ধক্যজনিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। আবার গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ আসনটিও শূন্য হয়। এ দুটি আসনের ভোট গ্রহণ করা হবে ১৭ অক্টোবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App