×

সারাদেশ

চার দিনের সফরে বাংলাদেশে বিএসএফ মহাপরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৮ পিএম

চার দিনের সফরে বাংলাদেশে বিএসএফ মহাপরিচালক
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্ত (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে বৈঠকে যোগদানের জন্যে চার দিনের রাষ্ট্রিয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এরমহাপরিচালক শ্রী রাকেশ আস্তানা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াস্থলবন্দর হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। শূন্যরোখায় বিএসএফ এর মহাপরিচালকসহ চার সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান,বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উত্তর-পূর্ব রিজিউনের কমান্ডার বিগ্রডিয়ার জেনালের মো: জাকির হোসেন। এসময় কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল এবিএম মহিউদ্দিন, সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল ইবাল হোসেনসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্ত থেকে সড়ক পথে তিনি ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্যোশে যাত্রা করেন। বিজিবি সূত্র জানায়, ঢাকায় বিজিবি সদর দপ্তর পিলখানায় দুই দেশের মহাপরিচালক পার্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সীমান্তের চোরাচালান বন্ধ, মাদক দ্রব্যের অনুপ্রবেশ, সীমান্তে হত্যাকাণ্ড, দুই দেশের সীমান্তে যৌথ টহল জোরদারসহ বিভিন্ন বিষয় স্থান পাবে। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তের বিভিন্ন ইস্যু দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে মহাপরিচালক সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে মহাপরিচালকসহ ৬ সদস্যের প্রতিনিধি যোগ দেয়ার কথা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেন। তবে সফর নিয়ে বিজিবি কিংবা বিএসএফ এর কোনো দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App