×

পুরনো খবর

কৃষিকে প্রাধান্য দেয়া সময়ের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৭ পিএম

সমাজে কৃষকরা অবহেলা আর অবমাননার শিকার। তাদের যথাযথ মূল্যায়ন না করে দেশ, না পায় দেশের জনগণ থেকে। বর্তমানে এই করোনাকালে সারা বিশ্ব স্থবির, অচল ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই অমানিশার অন্ধকারে মানুষ কর্মহীন হয়ে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে পড়ে আছে। যেখানে একটা দীর্ঘনিশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার উপায় নেই। সমাজের নিম্নসহ মধ্যবিত্তরা পড়েছে চরম বিপাকে। তারা আর্থিক সংকটে পড়ে বেছে নিয়েছে অসচ্ছল জীবনযাপন। বিভিন্ন শ্রমিকদের ছাঁটাই করে দেয়া হয়েছে তাদের কর্মস্থল থেকে। প্রায় ৭৫ শতাংশ শ্রমজীবী শিল্পকারখানার সঙ্গে জড়িত। বিজিএমআইর তালিকাভুক্ত প্রায় ৪ হাজার কারখানায় ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করে। এই করোনার জন্য প্রায় ১৫ শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এখন রপ্তানি আয়ের বেশিরভাগই জোগান দেয় পোশাকশিল্প যা এই করোনায় ধসে পড়েছে। কারণ বাংলাদেশে এই শিল্প টিকে আছে ইউরোপ এবং আমেরিকার বাজারের ওপর নির্ভর করে। কিন্তু সেসব দেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের ফলে বহু পশ্চিমা ক্রেতা বাংলাদেশ থেকে তাদের অর্ডার বাতিল কিংবা স্থগিত করেছে। একটা দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য শুধু একটা বিষয়ের ওপর গুরুত্বারোপ করা উচিত নয়। সবগুলোকে তার অবস্থান অনুযায়ী প্রাধান্য দিতে হবে, যাতে যে কোনো পরিস্থিতি সহজেই মোকাবিলা করা সম্ভব হয়। আমাদের দেশে কৃষিকাজকে চরম অবমাননা করা হয় এবং কৃষকরা তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন না পাওয়ায় কৃষিকাজের ব্যাপারে অনুৎসাহিত হচ্ছে। তবে এখন যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তারা কৃষিতে কিছুটা আগ্রহ দেখালেও তাদের পরবর্তী প্রজন্মের বেশিরভাগই এ কাজে তেমন আগ্রহ প্রকাশ করে না। অথচ এই কৃষিকাজের ওপর ভিত্তি করেই আমাদের দেশ গড়ে উঠেছে। কয়েক দশক আগেও আমাদের দেশের অধিকাংশ কবিতা, গান, গল্প ও উপন্যাস কৃষি ও কৃষকদের নিয়েই রচিত হতো। এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি ও কৃষক সম্প্রদায়। এখন আমরা কৃষিকে শুধু স্লোগানের জন্যই বরাদ্দ রাখি যে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’। কিন্তু বাস্তবে এর কার্যকারিতা ও প্রয়োগ পরিলক্ষিত হয় না। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘জিডিপিতে কৃষি খাতের অবদান ৭০ থেকে ১৪ ভাগে নেমে এসেছে’। যা বর্তমানে ১৩.৬ ভাগ। একসময় রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগই আসত পাট, চা, চামড়া থেকে। আর এখন রপ্তানি আয়ের বেশিরভাগই জোগান দেয় পোশাকশিল্প। অন্যদিকে কৃষকরা যথাযথ মূল্যায়ন না পাওয়ায় নিরুৎসাহিত হয়ে কৃষি খাত থেকে সরে আসছে। কৃষকদের ঠকিয়ে মধ্যস্থতাকারীরা বেশি সুবিধা ভোগ করছে। বাজারে তাদের উৎপাদিত ফসলের ব্যয়ের তুলনায় কম মূল্য প্রদান করা হয়, বাজেটের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম থাকা ইত্যাদি কারণে তারা কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। একটি দেশে বাজেটের তালিকায় প্রথম তিন শ্রেণিতে কৃষি খাতের থাকার কথা। সেখানে আমাদের দেশে সর্বনিম্ন পর্যায়ের তৃতীয় শ্রেণিতে কৃষি খাতের অবস্থান। যদিও এ বছর কৃষি খাতে বাজেট বেশি করেছে তবে আরেকটু বেশি প্রত্যাশা ছিল। করোনায় প্রমাণিত হয়েছে কৃষিই বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে মজবুত ভিত। আর বন্যা, খরা, ঘূর্ণিঝড় যদি কৃষিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত না করে, তাহলে কৃষি তার জোগান প্রাক্কলিত হারেই দিয়ে যায়। বহুল জনসংখ্যার এ দেশকে খাদ্যদ্রব্য সরবরাহে তেমন কোনো অসুবিধায় পড়তে হয় না। শুনতে হয় না, ‘আজ কোনোরকমে খেতে পারব, কাল হয়তো না খেয়ে থাকতে হবে’। সর্বোপরি, কৃষি ও কৃষকই আমাদের দেশ। সুতরাং বিভিন্ন প্রণোদনা ও বাজেটের মাধ্যমে তাদের প্রাধান্য দেয়া এখন সময়ের দাবি। শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App