×

সারাদেশ

হিলি স্থলবন্দরে লাগামহীন পেঁয়াজের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৫ পিএম

হিলি স্থলবন্দরে লাগামহীন পেঁয়াজের দাম
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারত কাস্টমস। এর পর থেকে হিলি স্থলবন্দরে বাড়তে শুরু করেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। এক দিনের ব্যবধানে স্থলবন্দরের খুচরা ও পাইকারি বাজারে কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। যে পেঁয়াজগুলো গতকাল বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, আজ তা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে জানতে চাওয়ায় আমদানিকারকরা কথা বলতে রাজি না হলেও খুচরা ব্যবসায়ীরা জানান, আমরা আমদানিকারকদের নিকট থেকে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। এতে করে সাধারণ ক্রেতাদের সঙ্গে অনেকটা প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। কিন্তু আমাদের কিছু করার নেই। আড়তগুলোতে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানান, আমরা পেঁয়াজ নিতে এসে বিপাকে পরে গেছি। কারণ পেঁয়াজের দাম অনেকটাই বেশি। যে পরিমান টাকা এনেছি এতে করে অল্প পেঁয়াজ কিনতে পারবো। তারা আরও জানান, আমদানি কারকদের আড়তগুলোতে পেঁয়াজ ক্রয়ের কোন প্রকার রিসিট দেওয়া হচ্ছে না। রিসিট চাইলে তারা রাগান্বিত হচ্ছে এমনকি পেঁয়াজ না দেওয়ারও কথা বলছেন। আমাদের নিরুপায় হয়ে বেশি দামে পেঁয়াজ কিনতে বাদ্ধ হচ্ছি। পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, গতকাল পেঁয়াজ কিনেছে ৩৫ টাকা কেজি দরে। আজ সেই একই পেঁয়াজের দাম চাচ্ছে ৭৫ টাকা। কয়েক ঘন্টার মধ্যে এমনটা বাড়বে কোন দিন ভাবতেও পারিনি। সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং করার দাবি জানান তারা। এদিকে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে এবং মুল্যও বৃদ্ধি পেয়েছে। তাই দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আমরা দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে প্রায় ১০ হাজার মেঃ টন পেঁয়াজের এলসি করেছি। ভারতের অভ্যন্তরে প্রায় ২ শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক দাড়িয়ে আছে। সেই পেঁয়াজগুলো যদি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতো তবে পেঁয়াজের দাম এতোটা বৃদ্ধি পেত না। তিনি আরও জানান, হিলি স্থলবন্দরের আমদানি কারকরা ইতোমধ্যে পাকিস্থান, মায়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি করেছে। সেইসব পেঁয়াজ বাংলাদেশে আসলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে আবারও পেঁয়াজের দাম স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App