×

সারাদেশ

পাথরঘাটায় হরিণের মাথা, চামড়া ও পা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:২১ পিএম

পাথরঘাটায় হরিণের মাথা, চামড়া ও পা উদ্ধার
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে জবাইকৃত হরিনের একটি মাথা, তিনটি চামড়া, ও ১২ টি পা উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের উদ্ধারকৃত চামড়া, মাথা ও পা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দিনগত রাত ২ টার সময় উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জিনতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পাখরঘাটা কোস্টগার্ড। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদী সংলগ্ন জিনতলা এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি সিলভারের পাতিলে রাখা তিনটি হরিণের চামড়া, একটি মাথা ও ১২ টি পা উদ্ধার করা হয়। পরে সকালে এগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App