×

সারাদেশ

অভিযানের পর পেঁয়াজের কেজি নামলো ৫০ টাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৪ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাজারে পেঁয়াজের অস্বাভাবিক ভাবে মুল্য বৃদ্ধি পায়। ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । সকালে উপজেলা সদরে পেঁয়াজের ৩ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী ভূমি কমিশনার আল মামুন জানান, স্থানীয় পেঁয়াজ বিক্রেতারা ৪০ টাকার পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । সেখানে তিন পেঁয়াজ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। উপস্থিত সেখানে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App