×

বিনোদন

নারীর উপর গৃহ নিপীড়ন বন্ধ হোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৮ পিএম

নারীর উপর গৃহ নিপীড়ন বন্ধ হোক

জয়া আহসান

করোনা নিয়ে সারাবিশ্ব আতঙ্কিত। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন সবাই। কিন্তু তারচেয়েও বেশি আতঙ্ক নিয়ে দিন কাটছে অনেক নারীর। অকথ্য অত্যাচার নারীর জীবন শেষ করে দিচ্ছে সেটা ভয়ের নয়? এমন প্রশ্ন তুলে নারীর উপর গৃহ নির্যাতন নিয়ে কথা বললেন অভিনেত্রী জয়া আহসান। প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের মত জয়াও যুক্ত হয়েছেন নো মোর ক্যাম্পেইনে। এ ক্যাম্পেইনে ৫৪টি দেশের মধ্যে বাংলাদেশের হয়ে নারী নিপীড়ন নিয়ে কথা বলার সুযোগ পাওয়ায় গর্বিত তিনি। জয়া আহসান বলেন, হতে পারে এই অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর, হিংসা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ হয়নি! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। বরং সাফাই গেয়েছে, ব্যক্তিগত ঘটনা বলে বৈধতা দেয়ার চেষ্টা চলেছে। এ নিয়ে বাইরে কথা হবে কেন? কিন্তু এবার বলার সময় এসেছে, ‘আর না’। দুনিয়া থেকে, নারীর জীবন থেকে এই ধরনের নিপীড়ন যাক। ভালবাসা আসুক। সুস্থ, আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App