নিজেদের অর্থেই রাস্তা মেরামত করলেন চালকরা

আগের সংবাদ

পুলিশসহ ৫ জনের ১০ বছরের কারাদণ্ড

পরের সংবাদ

দুদকের মামলায় গ্রেপ্তার প্রদীপ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০ , ২:৩৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২০ , ৪:৫৯ অপরাহ্ণ

মেজর (অব:) সিনহা হত্যায় অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দেড়টায় এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালত। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

এর আগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এমএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়