×

জাতীয়

সড়কে অবৈধভাবে রাখা সামগ্রী নিলামে বিক্রি করলো ডিএনসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৯ পিএম

সড়কে অবৈধভাবে রাখা সামগ্রী নিলামে বিক্রি করলো ডিএনসিসি

ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা সামগ্রী নিলামে বিক্রি করলো ঢাকা উত্তর সিটি কপোরেশন ডিএনসিসি। রবিবার উত্তর সিটির অঞ্চল ৩ এর আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অবৈধভাবে ফুটপাত ও সড়কে রাখা সামগ্রী জব্দ ও নিলাম কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময় আগারগাঁও বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহাবুদ্দিন সড়কে ( জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সামনে) রাখা একটি মিক্সার মেশিন স্পট নিলামের মাধ্যমে ৩৬ হাজার ৫০০ টাকা বিক্রি করা হয়। অপর একটি নিলামে ফুটপাতে মিনারেল ওয়াটার ও কুলিং ফ্রিজ রাখায় সেগুলো স্পট নিলামে ৬ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

এছাড়াও অবৈধভাবে স্হাপিত ২০ টি দোকান উচ্ছেদ করা হয়। সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ সামগ্রী জব্দ ও স্পট নিলামে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App