×

সারাদেশ

বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করলেন ওসি, ৩ সন্তান গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০২ পিএম

বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করলেন ওসি, ৩ সন্তান গ্রেপ্তার
সম্পত্তি লিখে নিয়ে ৭০ বছরের বৃদ্ধ বাবা জামেরুল এবং মা রাশেদাকে (৬৫) ভরণপোষণ বন্ধ করে দিয়েছিল তিন ছেলে। অবশেষে ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর তাদের উদ্ধার করলেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাহারুল ইসলাম। খাবার চাওয়ার অপরাধে ওই বাড়ি থেকে তাদের বের করে দেয়া হয়েছিল। এমন অভিযোগ ছিল তাদের তিন ছেলের বিরুদ্ধে । ছেলেদের নামে জমি লিখে দেওয়ার কারণে বৃদ্ধ-বাবা মার থাকার ঘরটিও ভেঙ্গে নিয়ে গেছে তারই মেয়ে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গুরুদাসপুর পৌর সদরের ১নং ওয়ার্ড উত্তর নারী বাড়ি মবিদুল মোমোরিয়াল নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। ছেলেদের হাতে নির্যাতীত বাবা-মা জানান, এক সময় তাদের সহায় সম্পত্তি ছিল। স্ত্রী রাশেদা জানান স্বামী প্যারালাইসিসের রোগী। তার চিকিৎসার জন্য জমিজমা শেষ। মাত্র তিন শতক জায়গা ছিল তাদের নামে সে সম্পত্তি লিখে নেন তিন ছেলে। তাদেরকে ভরণপোষণ করানোর আশ্বাস দিয়ে ওই সম্পত্তি লিখে নেয় তিন সন্তান জালাল (৪৫) আলাল (৪২) ও রসুল (৩৮)। কিছুদিন পর তার ভরণপোষণ বন্ধ করে দেয় ছেলেরা। বৃদ্ধা রাশেদা আরো জানান, রোববার ছোট ছেলে মোফাজ্জলের কাছে খাবার চান তিনি। তখন তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে মোফাজ্জল। এক পর্যায়ে বৃদ্ধা মাকে বাড়ি সারার অজুহাতে বাসা থেকে তাড়িয়ে দেয়। এসময় তারা উপায়ান্ত না পেয়ে পার্শবর্তী শহীদ মবিদুল উচ্চ বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নেয়। পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক মিটিং করতে এসে ওই দৃশ্য দেখে তাদেরকে একটা কক্ষ খুল দেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে অন্ধকার কক্ষ থেকে বৃদ্ধ মা-বাবাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। তাদের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, তৈল,আলুসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। তাদের ছেলেদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। বৃদ্ধ দম্পতিদের নিরাপদ আশ্রয়ে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App