×

সারাদেশ

বিদ্যুৎ সংযোগের নামে চাঁদা আদায়, প্রতারক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:১৩ পিএম

বিদ্যুৎ সংযোগের নামে চাঁদা আদায়, প্রতারক আটক

অভিনেতা সাদেক বাচ্চু।

বিদ্যুৎ সংযোগের নামে চাঁদা আদায়, প্রতারক আটক
বিদ্যুৎ সংযোগের নামে চাঁদা আদায়, প্রতারক আটক
বিদ্যুৎ সংযোগের নামে চাঁদা আদায়, প্রতারক আটক

আটক মো. কামাল উদ্দিন (৩২)

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. কামাল উদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। রোববার সকালে প্রতারণা মামলায় আটক ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়। এরআগে শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে আটক করে র‌্যাবের লক্ষ্মীপুর ইউনিট। এসময় তার কাছ থেকে কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কামাল সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ঝাউডগী এলাকার দুদু পাটওয়ারী বাড়ির খায়েজ আহমেদের ছেলে। ইতিমধ্যে গ্রামবাসীর কাছ থেকে প্রায় ৬০ লক্ষ টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে কামালের বিরুদ্ধে। র‌্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্র জানায়, কুশাখালী ইউপির ঝাউডগীসহ কয়েকটি গ্রামের প্রায় ১ হাজার ৮০০ জন গ্রাহককে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দিবে বলে ইতোমধ্যে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মো. কামাল উদ্দিন, সোহেল, আক্তার হোসেন, মো. মিলন ও মোস্তাফিজুর রহমানসহ একটি চক্র। শুরুতেই বিদ্যুতের সংযোগ পেতে ওইসব গ্রাহকদের কাছে জনপ্রতি ৩ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা দাবি করেন তারা। পরে কিছু গ্রাহক সময়মত টাকা না দিতে পারলে তাদেরকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি বিদ্যুতের খুঁটির জন্যও লাখ লাখ টাকা নিয়েছে এ চক্রটি। পল্লী বিদ্যুৎ সূত্র মতে, গ্রাহক হওয়ার জন্য আবেদন ফি ১০০ টাকা, ভ্যাট ১৫ টাকা ও মিটারের নিরাপত্তা বাবদ ৪০০ টাকা মিলে সংযোগ ফি সর্বমোট ৫১৫ টাকা। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি এক পয়েন্টের ওয়্যারিং করে দেয়া হয়, যার সর্বোচ্চ ব্যয় দাঁড়ায় মজুরিসহ ১২’শ টাকা। র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় চাঁদাবাজির অপরাধে মামলা প্রক্রিয়াধীন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App