×

রাজধানী

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩ পিএম

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন স্থগিত

বিজিবি-বিএসএফ

আজ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।

বিমান সমস্যার কারণে ভারতীয় প্রতিনিধি দলটি ঢাকায় আসতে না পারায় সম্মেলন স্থগিত করা হয়েছে বলে রবিবার (১৩ সেপ্টেম্বর) বিজিবি জানিয়েছে।

বিজিবি জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা রুটের সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায়- বিএসএফ মহাপরিচালক সম্মেলনে যোগদানের জন্য প্রতিনিধিদল তাদের নিজস্ব এয়ার ক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ এর এয়ার ক্রাফট কারিগরি সমস্যার কারণে বিএসএফ প্রতিনিধিদল ঢাকায় আসতে পারেনি। এ কারণে পূর্ব নির্ধারিত সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলে তা জানিয়ে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App