×

জাতীয়

বারডেম হাসপাতালের সামনে থেকে শিশু উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯ পিএম

বারডেম হাসপাতালের সামনে থেকে শিশু উদ্ধার
রাজধানীর রমনা থানাধীন বারডেম হাসপাতালের সামনে থেকে এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ২মাস বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পুলিশ শিশটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথচারী মোঃ হারুন অর রশিদ বলেন, আমরা রাত ৯টার দিকে বারডেম হাসপাতালের ৩নম্বর গেটের সামনের রাস্তায় লাল সবুজ পরিবহনের ফাকা বাস কাউন্টারে বসে চা খাচ্ছিলাম। তখন শিশুটির কান্না শুনে কাউন্টারের টেবিল বাক্সের ভিতরে শিশুটিকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে রমনা থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। রমনা থানার উপ পরিদশর্ক (এসআই) মোঃ বজলুর রশিদ জানান, শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার কোনো অবিভাবক পাওয়া যায়নি। তাকে ভর্তি রাখেনি চিকিৎসকরা। এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি করা যায় শিশুটিকে নিয়ে। ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত এক চিকিৎসক জানান, শিশুটি সুস্থ্য আছে। তার বয়স আনুমানিক ২মাস হবে। তার চোখ থেকে পানি পরছে এজন্য একটি আইড্রপ লিখে দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করার মত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App