×

জাতীয়

আগামী হজে ২০২০ সালের নিবন্ধনকারীদের অগ্রাধিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৪ পিএম

আগামী হজে ২০২০ সালের নিবন্ধনকারীদের অগ্রাধিকার
বৈশ্বিক করোনা মহামারিতে এ বছর সীমিত পরিসরে পবিত্র হজ পালিত হয়েছে। কেবল সৌদি আরবে বসবাসরত অল্পসংখ্যক মুসল্লি এ সুযোগ পান। সারা বিশে^র লাখ লাখ মুসল্লিদের মতো বাংলাদেশেরও ৬৪ হাজারের বেশি হজযাত্রী নিবন্ধন করেও শেষ পর্যন্ত যেতে পারেননি। তবে ২০২০ সালের নিবন্ধনকারীরা আগামী বছর হজ পালনে অগ্রাধিকার পাবেন। জানা গেছে, বাংলাদেশ থেকে যারা হজ পালনের জন্য টাকা জমা দিয়েছিলেন তাদের সরকার টাকা তুলে নেয়ার সুযোগ দিলেও অধিকাংশই তা তুলে নেননি। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজারেরও বেশি নিবন্ধনকারীর মধ্যে মাত্র দেড় হাজার মুসল্লি ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়ের মধ্যে টাকা তুলে নিয়েছেন। এদের মধ্যে অনেকে মারা গেছেন অথবা গুরুতর অসুস্থ। অর্থাৎ টাকা জমাদানকারীদের ৯৮ শতাংশ মুসল্লি হজের টাকা ফেরতের আবেদন করেননি। এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যারা টাকা উত্তোলন করেননি তারা আগামী বছর হজ পালনে অগ্রাধিকার পাবেন। আর টাকা উত্তোলনকারীরা আগামী বছর হজে যেতে চাইলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। সারা বছর ধরে চলবে এই রেজিস্ট্রেশন। ২০২১ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রাকনিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী বছর হজে যাওয়ার জন্য নতুন-পুরনো মিলিয়ে ইতোমধ্যে ১ লাখ ৬২ হাজার ৩২০ জন প্রাকনিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৬০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫৮ হাজার ৯৬০ জন। ঢাকার হজ অফিস পরিচালক সাইফুল ইসলাম ভোরের কাগজকে জানান, যারা টাকা উত্তোলন করেননি, তারা আগামী বছর হজ পালনে অগ্রাধিকার পাবেন। আর যারা টাকা তুলেছেন তারা হজে যেতে চাইলে নতুন করে প্রাকনিবন্ধন ও নিবন্ধন করতে হবে। চলতি বছর অর্থাৎ সদ্যসমাপ্ত পবিত্র হজ পালনের জন্য এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজারসহ মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত ছিল। প্রায় ২ লাখ মানুষ প্রাকনিবন্ধন করেন। প্রাকনিবন্ধনের ২ মাস পার না হতেই বিশ^ব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ভাটা পড়ে রেজিস্ট্রেশনে। শেষ পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪২ জন ও সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৪৫৭ জন চ‚ড়ান্তভাবে নিবন্ধন করেন। কিন্তু সৌদি আরবে অবস্থানরত ১০ হাজারের মতো মানুষকে ৩১ জুলাই হজ পালনের সুযোগ দেয়া হয়। এরপর হজযাত্রীদের নিবন্ধন-ফি বাবদ জমাকৃত টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় ধর্ম মন্ত্রণালয়। নিবন্ধন বাতিল করে ব্যাংকে জমাকৃত টাকা ফেরত নিতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়। এজন্য ১২ জুলাইয়ের পর থেকে আবেদন গ্রহণ ও টাকা ফেরত দেয়া হয়।বলা হয়, টাকা তুললেই ওই ব্যক্তির হজ নিবন্ধন বাতিল হবে। তবে এখন পর্যন্ত এই টাকা উত্তোলনের আহ্বানে তেমন কোনো সাড়া মেলেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App