×

বিনোদন

আজও ভোলেনি কেউ সেই কিংবদন্তীকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪১ পিএম

আজও ভোলেনি কেউ সেই কিংবদন্তীকে

শাহ আব্দুল করিম

আজও ভোলেনি কেউ সেই কিংবদন্তীকে

শাহ আব্দুল করিম

বন্দে মায়া লাগাইছে, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি’ কোন মেস্তরি নাও বানাইল, ওরে ভব সাগরের নাইয়া’ সহ অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন।

ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সব অন্যায়, অবিচার, আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের। তার গান শুরুতেই ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা পায় তার মৃত্যুর কয়েক বছর আগে। আর্থিক অসচ্ছলতার কারণে কৃষিকাজে বাধ্য হলেও কোনো কিছুই তাকে গান রচনা থেকে বিরত রাখতে পারেনি।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর পরপারে চলে যান বাউল সম্রাট শাহ আব্দুল করিম। কিংবদন্তি এ শিল্পী আফতাব সংগীত, গণসংগীত, কালনীর ঢেউসহ বিভিন্ন বাউল গানের বই রচনা করেছেন। কর্মের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক (২০০১), বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা দেশি-বিদেশি অ্যাওয়ার্ড ও পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App