×

রাজধানী

সরকারি সম্পদের সর্বোচ্চ সৎব্যবহার নিশ্চিত করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৩ পিএম

সরকারি সম্পদের সর্বোচ্চ সৎব্যবহার নিশ্চিত করতে হবে

পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সভায় আইজিপি। ছবি: ভোরের কাগজ।

সরকারি সম্পদের সর্বোচ্চ সৎব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় বার্ষিক প্রকিউরমেন্ট প্ল্যান (এপিপি) সভায় এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার উপযোগী আধুনিক প্রযুক্তির, উন্নত মানের লজিস্টিকস ক্রয় করতে হবে। ক্রয়কৃত ইকুইপমেন্ট ও অন্যান্য সরঞ্জামাদির হালনাগাদ ইনভেন্টরি তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে আমাদের।

তিনি বলেন, প্রত্যেকটি ইকুইপমেন্টে বারকোড থাকবে, যাতে এগুলো সহজে চিহ্নিত করা যায় ও ব্যবস্থাপনা সহজ হয়। সরকারি সম্পদ ব্যবহারকারীর দায়বদ্ধতা নিশ্চিত করার বিকল্প নেই।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি, এসবি ও সিআইডি প্রধান, ডিএমপি কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App