×

সারাদেশ

সরকারি বন্ধের মধ্যেও ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫২ পিএম

সরকারি বন্ধের মধ্যেও ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

ছবি: প্রতিনিধি

সরকারি বন্ধের মধ্যেও ক্লাস নিচ্ছেন শিক্ষকরা

ছবি: প্রতিনিধি

করোনা ভাইরাসের কারণে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও বগুড়ার শেরপুরে ক্লাস রুমে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছেই। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে এই চিত্র।

সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা খাতুন নিজেই পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের গণিত বিষয়ের ক্লাস নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সাজেশন দেবার জন্য তাদের ডেকে আনা হয়েছে।

[caption id="attachment_241413" align="aligncenter" width="700"] ছবি: প্রতিনিধি[/caption]

শিক্ষার্থীরা জানান, সপ্তাহে একদিন বিদ্যালয়ে ক্লাস নেন শিক্ষকেরা।

এ ব্যাপারে শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন জানান, এ সময় ক্লাস নেয়া যাবে না। তবে ৫ জন করে ডেকে এনে পড়া দেখে দিতে পারেন। এ ব্যাপারে সরকারি নিদের্শনা আছে বলে দাবি করেন তিনি।

বগুড়ার শাজাহানপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, করোনাকালীন এই সময়ে ক্লাসরুমে শিক্ষা কার্যক্রমের কোনো নিদের্শনা নেই। তবে শিক্ষকেরা মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী সেখ এর মুঠোফোনে বার বার চেষ্টা করেও তার সংযোগ পাওয়া যায় নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App