×

সারাদেশ

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৬ পিএম

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুরে আবদ্ধ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মারা গেছে দুই নির্মাণ শ্রমিক। বুধবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডুহরী গ্রামে আবদুল বশির ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের হাওলাদার বাড়ির মৃত দ্বীন মোহাম্মদের পুত্র ফারুক হোসেন (২২) ও আবুল বাসারের পুত্র মো. কামাল (২৮)। তাদের উদ্ধার করতে গিয়ে সোহাগ (২২) ও ইউসুফ (৪৫) নামের দুই ব্যক্তি আহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ট্যাংকের ভেতর থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করে। দুপুরে পুলিশ মরদেহগুলো সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। সেফটিক ট্যাংককে বিষাক্ত গ্যাস থাকায় এবং অক্সিজেন সঙ্কটের কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা স্থানীয়দের। এ ঘটনার পরিবারসহ এলাকাবাসীদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হোগলডুহরী গ্রামের আবদুর রশিদ ব্যাপারী বাড়ির মো. নিজাম নামে এক ব্যক্তির সেফটিক ট্যাংকের ভেতরে থাকা সেন্টারিং এর বাঁশ-কাঠ খুলতে যায় নির্মাণ শ্রমিক ফারুক ও কামাল। প্রথমে তারা পাম্পের সাহায্যে ট্যাংকের ভেতরের পানি নিষ্কাষণ করে। পরে ঢাকনা সরিয়ে আবদ্ধ টাংকিতে ঢুকে ফারুক। এর ৩০ সেকেন্ডের মধ্যেই ফারুকের মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে কামালও ভেতরে ঢুকলে তিনিও কয়েক সেকেন্ডের মধ্যে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App