×

খেলা

ফের ক্রিকেটারদের কলতানে মুখরিত মিরপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:১১ পিএম

ফের ক্রিকেটারদের কলতানে মুখরিত মিরপুর

বোলিং অনুশীলন করে ঘাম ঝড়িয়েছেন টাইগার দলের দুই পেসার তাসকিন ও রুবেল।

 করোনা ভাইরাসের কারণে দেশের ক্রিকেট বন্ধ সেই মার্চ থেকে। তাই বলে হাত গুটিয়ে বসে ছিল না তামিম ইকবাল-মুমিনুল হকরা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে চোখ রেখে নিজদের সেরাটা খেলতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু মিরপুরে হঠাৎ করোনা ঝুঁকি দেখা দেয়ায় পাঁচদিন মুশফিকদের অনুশীলন বন্ধ ছিল।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) প্রথম ধাপে করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটাররা ফের অনুশীলন শুরু করেছেন। এদিন মিরপুর শেরে বাংলা মুখর ছিল ক্রিকেটারদের কলতানে। তবে প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে অনুশীলনে যোগ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। করোনার মধ্যে এতদিন এ অফস্পিনার কাম মিডলঅর্ডার ব্যাটসম্যান নিজ শহর খুলনায় ছিলেন। আর শেখ নাসের স্টেডিয়ামে অনুশীলন করছিলেন। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরাজকে পরখ করে দেখতে ঢাকায় অনুশীলনে ডাকা হয়েছে। আর তাই আজ সকালে মিরপুরে এসে বল হাতে ঘাম ঝরিয়েছেন অভিষেক টেস্টে ইংল্যান্ড বিপক্ষে রেকর্ড গড়া এ বোলার। টাইগারদের অন্যতম তরুণ অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব বুধবার অনুশীল শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ।

সকালে বিসিবির নির্ধারিত সূচি অনুযায়ী সকালে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে এসে তিনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। এরপর নেটে অনুশীলন করেন মুশফিকুর রহিম। শেরে বাংলার সেন্টার উইকেটে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন তিনি। অনুশীলনে মুশির অলসতা নেই তা গতকাল আরো একবার দেখা গেছে। এক টানা ৪০ মিনিট ব্যাটিং প্র্যাকটিসের পর ড্রেসিংরুমে গিয়ে ঠিক ৫ মিনিটের মধ্যে কিপিং গ্লাভস নিয়ে আবার মাঠে নেমেছেন তিনি। বেশ খানিকটা সময় উইকেট কিপিং করেছেন মুশি। প্লাস্টিকের স্লাইডে বল ছুড়ে কিপিং প্র্যাকটিস করেন মিস্টার ডিপেন্ডেবল। কিছুক্ষণ কথা বলে নেন অনুজ সতীর্থ তাইজুলের সঙ্গে।

এমকি সকাল সকাল এসেই মিরাজ ঘাম ঝরালেন শেরে বাংলায়। ফিজিক্যাল ফিটনেস ট্রেনিংয়ের একপর্যায়ে প্রায় আধঘণ্টা টানা রানিং করলেন শেরে বাংলার সবুজ গালিচায়। স্থানীয় ট্রেনার তুষার কান্তি হাওলাদার তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। মিরাজ শর্ট স্প্রিন্ট টানলেন। আবার ক্রস রানিংও করলেন। বোঝাই গেল তার ফিটনেস লেভেল খুঁটিয়ে দেখা হচ্ছে। নিজের বোলিং দক্ষতা প্রমাণ করতে মরিয়া হয়ে আছেন মিরাজ।

এছাড়া মিরপুরে সেন্টার উইকেটের পাশে মোস্তাফিজ-শফিউলদের বোলিংয়ে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বিসিবি ট্রেইনারের তত্বাধানে রানিং করেছেন মুমিনুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App