×

সারাদেশ

কুড়িগ্রাম-রমনা রেললাইনের ৪'শ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৬ পিএম

কুড়িগ্রাম-রমনা রেললাইনের ৪'শ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের "কুড়িগ্রাম- রমনা"রেললাইনের দুই ধারের অবৈধ ৪ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ের ষ্টেট ডিপার্টমেন্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে কুড়িগ্রাম নতুন রেল ষ্টেশন হতে চিলমারী উপজেলার রমনা রেল ষ্টেশন পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাব্যাপী এ অভিযান চলে। বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগ এর ভূ- সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব এর নেতৃত্বে দিনভর চলা এ উচ্ছেদ অভিযান কালে লাইনের দু'পাশের ছোট-বড় ৪ শতাধিক অবৈধ স্থাপনা এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় রেললাইনের একদিকে ৩০ ফুট ও অন্যদিকে ৯০ ফুটের মধ্যে অবস্থিত কাচা-পাকা ঘরবাড়ীসহ বিভিন্ন স্থাপনা ব্যবসা প্রতিষ্ঠান ছোট-ছোট বাজার উচ্ছেদ করেন রেলের স্টেট ডিপার্টমেন্ট। কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা রমনা পর্যন্ত প্রসারিত করা কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। অভিযানকালে রেলওয়ের জিআরপি পুলিশ, রেলওয়ের নিরাপত্তাকর্মীসহ বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সদস্য উপস্থিত ছিলেন। বিভাগীয় ষ্টেট অফিসার পুর্নেন্দু দেব বলেন, কুড়িগ্রাম ৩০ কিলোমিটার রেল লাইনের জায়গায় যে সব অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। সে সব অবৈধ দখলকারীদের আমরা নোটিশ দিয়েছি। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি তাদেরকেই উচ্ছেদ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ রেললাইনের কাজ শুরু হবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App