×

জাতীয়

১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারেও বিক্রি হবে টিকেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম

আগামী ১২ সেপ্টেম্বর থেকে রেলের ৫০ শতাংশ টিকেটের অর্ধেক টিকেট অর্থাৎ ২৫ শতাংশ টিকেট অন লাইনে এবং ২৫ শতাংশ টিকেট স্টেশনের কাউন্টারে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক ( টিসি) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশা দেয়া হয়েছে।

রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সিসিএম বরাবর দেয়া এক নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে করোনা সংক্রমনের কারণে স্বাস্থ্য বিধি মেনে রেলওয়ে যাত্রী ক্ষমতার অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ টিকেট অনলঅইনে বা মোবাইল অ্যাপসে বিক্রি করতো। কিন্তু কিছু যাত্রীর টিকেটের সহজপ্রাপ্যতা বা সুবিধার কথা মাথায় রেখে আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিক্রিত ৫০ শতাংশ টিকেটের অর্ধেক অর্থাৎ মোট বিক্রি করা টিকেটের ২৫ শতাংশ মোবাইল অ্যাপস বা অন লাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে। তবে যদি যাত্রার ১২ ঘন্টা আগে কোন টিকেট অবিকৃত থাকে তা হলে তা যে কোন মাধ্যমে বিক্রি করা যাবে। এ বিষয়টি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App