×

সারাদেশ

পাটা ধোয়া শাপলা বিল প্রকৃতির বুকে নকশি কাঁথা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম

পাটা ধোয়া শাপলা বিল প্রকৃতির বুকে নকশি কাঁথা

পাটা ধোঁয়া শাপলা বিল

পাটা ধোয়া শাপলা বিল প্রকৃতির বুকে নকশি কাঁথা

পাটা ধোঁয়া শাপলা বিলে ঘুরতে আসার পর খুশিতে মন ভরে ওঠে শিশু মিতা আক্তারের।

পাটা ধোয়া শাপলা বিল প্রকৃতির বুকে নকশি কাঁথা

ছবি: প্রতিনিধি

পাটা ধোয়া শাপলা বিল প্রকৃতির বুকে নকশি কাঁথা

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পশ্চিম মাদার টিলা গ্রামে পাটা ধোয়া শাপলা বিল। এই বিলে লাল আর সাদা শাপলার অপরূপ সৌন্দর্যের সমারহ। এ যেন প্রকৃতির বুকে আঁকা এক নকশি কাঁথা। বর্তমানে পাট ধোঁয়া বিল পদ্য বিল নামে পরিচিত। প্রতিদিন এখানে হাজারো দর্শনার্থীর ভিড় জমে।

স্থানীয় এলাকাবাসী জানায়, পূর্বপুরুষরা এই বিলে পাট চাষ করত। সেই থেকে পাটা ধোঁয়া বিল নামে রৌমারী উপজেলায় পরিচিতি।

প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে শাপলার মৌসুম। প্রায় ১০ হাজার একর জলাভূমির বিল। এর মধ্যে জন্ম নেয় লাল, নীল ও সাদা রঙের কোটি কোটি শাপলা। পর্যটকদের ভিড়ে দিন দিন মুখরিত হচ্ছে এই পাটা ধোঁয়া শাপলা বিল। শাপলার মাঝে বাংলার চিরন্তন রূপ খুঁজে পাচ্ছে এখানকার মানুষ।

[caption id="attachment_241118" align="aligncenter" width="700"] পাটা ধোঁয়া শাপলা বিলে ঘুরতে আসার পর খুশিতে মন ভরে ওঠে শিশু মিতা আক্তারের।[/caption]

এ বিলে ভ্রমণের জন্য রয়েছে ছোট আকারের নৌকা। নৌকার মাঝি আমিনুল ইসলাম বলেন, প্রতি বছর একই সময় এই পাটা ধোঁয়া বিলে অনেক শাপলা ফুল ফোটে। আমার নৌকা দিয়ে যারা ঘুরতে আসা তাদেরকে নিয়ে ঘুরে বেড়াই। তাতে প্রায় প্রতিদিন আয় হয় ৪ শত থেকে ৫ শত টাকা আমারও তাদের সঙ্গে ঘুরতে ভালো লাগে।

উপজেলার যাদুরচর পাটা ধোঁয়া বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা তানভীর আহমেদ সোহেল জানান, কাজের ফাঁকে পরিবার নিয়ে ঘুরতে ভালই লেগেছে এই বিলে।

[caption id="attachment_241124" align="aligncenter" width="700"] ছবি: প্রতিনিধি[/caption]

ঘুরতে আসা মাহমুদুল হাসান বলেন, এখানে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগল। কয়েক প্রকার ফুল ফটেছে। দেখতে অনেক সুন্দর লাগছে।

[caption id="attachment_241125" align="aligncenter" width="700"] ছবি: প্রতিনিধি[/caption]

স্থানীয় এলাকাবাসী ওমর আলী বলেন, আমাদের পূর্বপুরুষরা এই জমিগুলোতে অনেক পাট চাষ করত। এই পাটা ধোঁয়া বিলে কয়েক জাতের শাপলা ফুল ফোটে। বর্তমানে ভোর থেকে বিকাল পর্যন্ত ভিড় থাকে মানুষের সমাগমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App