×

জাতীয়

স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৭ পিএম

স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে

মসজিদে বিস্ফোরণ। ফাইল ছবি।

নারায়ণগঞ্জের মসজিদের ভিতরে বিস্ফোরণের ঘটনায় মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে স্বজনদের কাছে মৃতদেহগুলি হস্তান্তর শুরু করে নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারি ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারি বলেন, নিহত প্রতিজনের স্বজনদের কাছে মরদেহ সৎকারের জন্য ২০হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৬জনের মরদেহই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বিকেল ৪টা পর্যন্ত মৃত্যু বরণ করা ব্যাক্তিরা হলেন, কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মোয়াজ্জিন দেলোয়ার হোসেন, (৪৮) রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুবায়েদ (৭) রাসেদ (৩০) কাঞ্চন হাওলাদার (৪০), জয়নাল আবেদিন (৩৮), নয়ন (২৭) ও মাইনুদ্দিন (১২)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App