×

খেলা

সমতায় ফিরতে মরিয়া অজিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম

সমতায় ফিরতে মরিয়া অজিরা

প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৩২ বলে ৪৬ রানে নান্দনিক ইনিংস খেলার পথে বাউন্ডারি হাঁকান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ- ইন্টারনেট

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে ওয়ার্নার-অ্যারন ফিঞ্চের ব্যাটে ভর করে নিশ্চিত জয়ের পথে এগিয়ে যাচ্ছিল অজিরা। কিন্তু ইয়ন মরগানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও বোলারদের দুর্দান্ত দাপটে ঘুরে দাঁড়িয়ে হারতে বসা ম্যাচ জিতে আনন্দে মাতোয়ারা ইংল্যান্ড। সফরকারীদের বিপক্ষে ২ রানে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। রবিবার সাউদাম্পটনে বাংলাদেশ সময় ৭টা ১৫মিনিটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। এ ম্যাচে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে তা নতুন করে বলার কিছু নেই। এ ম্যাচে সমতায় ফিরতে মরিয়া অজিরা। আর সিরিজ জিততে চায় ইংল্যান্ড। তাই দুদল দ্বিতীয় ম্যাচে বেশ হিসেব-নিকাশ করেই খেলবে। এর আগে শুক্রবার সাউদাম্পটনে প্রথম ম্যাচে ইংল্যান্ডের ১৬২ রানের জবাবে ব্যাট হাতে উড়ন্ত সূচনা করেন অজি দুই ওপেনার ওয়ার্নার ও ফিঞ্চ। তারা দুজন ১১ ওভারে করেন ৯৮ রান। এমনকি ৬২ ইনিংসে টি- টোয়েন্টির দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলকে পৌঁছান ফিঞ্চ। তার সামনে শুধু বিরাট কোহলি, ৫৬ ইনিংসে করেছিলেন ২০০০ রান। মাইলফলকের দেখা পেলেও ফিফটি করতে পারেননি অজি অধিনায়ক। ১১তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৭ চার ও ১ ছক্কা হাকিয়ে ৩২ বলে ৪৬ রান করেন। এরপর ৪৭ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরেন ওয়ার্নার। তবে হতাশ করেন স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি। যার ফলে নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। বল হাতে ইংল্যান্ডের সবচেয়ে সফল আদিল রশিদ। তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান খচায় ২ উইকেট শিকার করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের ইনিংসেও শেষটা ছিল হতাশার। দলকে উড়ন্ত সূচনা এনে দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। পাওয়ার প্লের পূর্ণ সুবিধা নিয়ে ৫ চার ও ২ ছয়ের মারে খেলেন ২৯ বলে ৪৪ রানের ইনিংস। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৫ রান করে ইংল্যান্ড। এরপর নিজের ধারাবাহিকতার আরো এক নজির স্থাপন করেন ডেভিড মালান। ক্যারিয়ারের ১৪তম ম্যাচ খেলতে নেমে অষ্টমবারের মতো পঞ্চাশ পেরিয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছয়ের মারে ৪৩ বলে ৬৬ রানের ইনিংস। একপর্যায়ে মনে হচ্ছিল অনায়াসেই ১৮০ রান পার করে ফেলবে ইংল্যান্ড। কিন্তু টম ব্যান্টন ৮, ইয়ন মরগান ৫ ও মঈন আলি ২ রানে সাজঘরে ফিরলে সংগ্রহটা বড় হয়নি ইংলিশদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App