×

জাতীয়

শোক শঙ্কা কান্নায় ভারী হাসপাতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫২ পিএম

শোক শঙ্কা কান্নায় ভারী হাসপাতাল

কান্নায় ভারী শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের তল্লা বায়তুল ফালাহ জামে মসজিদে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় শিশুসহ দগ্ধ ৩৭ জনকে রাতেই আনা হয়েছিল শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ইতোমধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

দগ্ধ স্বজনকে দেখতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকেই হাসপাতালে ভিড় করেছেন স্বজনরা। তারা প্রায় সারারাত ধরেই অবস্থান করেছেন হাসপাতাল চত্বরে। গভীর রাতেই এক শিশুর মৃত্যু হয়।

এরপর থেকেই মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর অবধি ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। শোক আর শঙ্কায় স্বজনদের মধ্যে আহাজারি দেখা যায়। রাত থেকেই কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের বাতাস।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ প্রিয়জনদের যন্ত্রণায় ভেঙে পড়তে দেখা গেছে স্বজনদেরও। এর মধ্যেই একের পর এক মৃত্যুর সংবাদে অপেক্ষমাণ স্বজনদের মধ্যে আহজারি শুরু হয়। ভর্তি স্বজনদের খবর জানা কিংবা এক পলক দেখার জন্য হাসপাতাল গেটে ভিড় বেড়েছে।

[caption id="attachment_240760" align="aligncenter" width="700"] স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস[/caption]

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনকে হাসপাতালে আনা হয়। ভর্তির সময় অনেকেরই অবস্থা ছিল আশঙ্কাজনক। দগ্ধ স্বজনদের দেখতে রাতেই হাসপাতালের করিডোরে ভিড় বাড়তে থাকে। রাতেই এক শিশুর মৃত্যু হয়। এরপর সারারাত ধরে স্বজনরা শঙ্কা নিয়ে অবস্থান করেন হাসপাতাল চত্বরে।

এদিকে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App