×

জাতীয়

শিশু জুয়েলের মৃত্যু, দগ্ধরা সংকটাপন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ এএম

শিশু জুয়েলের মৃত্যু, দগ্ধরা সংকটাপন্ন

তল্লা বায়তুল ফালাহ জামে মসজিদে বিস্ফোরণ।

নারায়ণগঞ্জের তল্লা বায়তুল ফালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু জুয়েল (৭) মারা গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন বাকি ৩৬ রোগীর অবস্থা সংকটাপন্ন।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, শিশু জুয়েলের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। বার্ন ইউনিটের সহকারী পরিচালক ডা. হুসেইন ইমাম জানান, দগ্ধদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। রোগীদের সবার শরীরের অন্তত ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতদের জন্য ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শন করেছেন। জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় সবার চিকিৎসা চলবে।

রোগীদের কার কী অবস্থা তা ২৪ ঘণ্টার মধ্যে সুনির্দিষ্ট করে বলা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কেউ যে শঙ্কামুক্ত নন তা নিশ্চিত করেছেন তারা।

এর আগে শুক্রবার নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এশার নামাজের সময় এসি বিস্ফোরণ ঘটে। দগ্ধ ৩৬ জন মুসল্লি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের অনেকেরই ৬০-৭০ শতাংশ শরীর পুড়ে গিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App