×

সারাদেশ

মসজিদে বিস্ফোরণ, মৃত বেড়ে ১৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ এএম

মসজিদে বিস্ফোরণ, মৃত বেড়ে ১৬

তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ আত্মীয় স্বজনদের আহাজারি শেখ হাসিনা বার্ন ইউনিটে। ছবি: ভোরের কাগজ।

নারায়ণগঞ্জের তল্লা বায়তুল ফালাহ জামে মসজিদে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় শিশুসহ দগ্ধ ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডা. সামন্ত লাল সেন। সর্বশেষ মৃত্যুবরণ করা ব্যক্তি রাশেদ (৩১) সকাল ১১টার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ এসি নয় গ্যাস লাইন থেকে ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ৩৮ জন। তাদের শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে রাতেই দগ্ধ এক শিশুর মৃত্যু হয়। [caption id="attachment_240724" align="aligncenter" width="687"] তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ আত্মীয় স্বজনদের আহাজারি শেখ হাসিনা বার্ন ইউনিটে। ছবি: ভোরের কাগজ।[/caption] এদিকে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপস) লে. কর্নেল জিল্লুর রহমানকে। তদন্ত কমিটি একসঙ্গে কেন ছয়টি এসিই বিস্ফোরিত হয়েছে তা তদন্ত করে দেখবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App