×

সারাদেশ

মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৪২ এএম

মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

বিস্ফোরণের পর মসজিদে ধ্বংসস্তূপ।

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এশার নামাজের সময় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপস) লে. কর্নেল জিল্লুর রহমানকে। তদন্ত কমিটি একসঙ্গে কেন ছয়টি এসিই বিস্ফোরিত হয়েছে তা তদন্ত করে দেখবে।

এর আগে শুক্রবার নারায়ণগঞ্জের তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে এশার নামাজের সময় গ্যাস লাইন বিস্ফোরণ ঘটে। দগ্ধ ৩৮ জন মুসল্লি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের অনেকেরই ৬০-৭০ শতাংশ শরীর পুড়ে গিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App