×

সারাদেশ

দুই মাদক ব্যবসায়ী গাড়ি ও মাদকসহ র‌্যাবের হাতে আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৫ পিএম

দুই মাদক ব্যবসায়ী গাড়ি ও মাদকসহ র‌্যাবের হাতে আটক

পারভেজ সনি

যশোর চৌগাছার পারভেজ সনি (৩৫) এবং আব্দুল্লাহ (৩৪) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে ২৭ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো-গ ৩৫-৪৪৮৯) গ্রেপ্তারর করেছে র‌্যাব-১ এর সদস্যরা। পরে এই মাদক ব্যাবসায়ীদেরকে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের কাছে মাদক মামলায় হস্তান্তর করা হয়েছে। ঢাকার নিউমার্কেট থানার ওসি এস এম কাউয়ুম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সনি চৌগাছা পৌরসভার কারিগরপাড়ার সাবেক কাউন্সিলর আব্দুল মজিদের ছেলে এবং আব্দুল্লাহ উপজেলার নিয়ামতপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে এই দুই জন মাদক ব্যবসায়ীকে আসামী করে ঢাকার নিউমার্কেট থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। নিউ মার্কেট থানার ওসি এসএম কাউয়ুম বলেন, ঘটনা এবং মামলা সূত্রে জানা যায় ৩১ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটের সময় নিউমার্কেট থানাধীন টিটি কলেজের ভিতর থেকে সনি এবং আব্দুল্লাহকে র‌্যাব-১’র সদস্যদের ২৭ পিস ফেন্সিডিলসহ আটক করে। সনি চৌগাছা উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। উপজেলাতে সে সন্ত্রাসী হিসেবেও পরিচিত। তার নামে থানায় একাধিক মামলা আছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীবও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ৩১ আগস্টের মাদক চালানের গোপন খবর আমাদের কাছেও ছিল। সেদিন আমাদের সীমানার বেশ কয়েকটি স্থানে আমিসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা ওৎ পেতে ছিলাম। কিন্তু পরে জানতে পারি, সনি মাদক চালানটি নিয়ে মহেশপুর হয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App