×

সারাদেশ

প্রধানমন্ত্রী হাওড়ের মানুষের প্রতি আন্তরিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৭ পিএম

প্রধানমন্ত্রী হাওড়ের মানুষের প্রতি আন্তরিক

বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি

প্রধানমন্ত্রী হাওড়ের মানুষের প্রতি আন্তরিক

ছবি: প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজার মিলনায়তনে ঝাঁকজমক অনুষ্ঠানে লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম।

এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের গণমানুষের উন্নয়নের সরকার। প্রধান মন্ত্রী শেখ হাসিনার মাঝে বাহাদুরী নেই, পাণ্ডিত্য নেই। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেন। সংগ্রামী জীবনের অধিকারী প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, এই সরকার কোনো সাধারণ সরকার নয়, ভিন্ন ধরনের সরকার। সরকার প্রধান একজন ভিন্ন ধরনের মানুষ, যিনি পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে ভালবাসেন। সরকার চালাতে গিয়ে অনেক চাপে থাকেন তিনি। এসবের পরও তাঁর হৃদয়ের মণিকোঠায় সাধারণ মানুষের স্থান। প্রধানমন্ত্রী হাওড়ের মানুষের প্রতি আন্তরিক।

[caption id="attachment_240615" align="aligncenter" width="700"] ছবি: প্রতিনিধি[/caption]

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে কক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান আলোচনা সভায় টেলিফোনে বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজ ও বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ইউনিটির সদ্য প্রয়াত সদস্য আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণ এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন কার্যক্রমের উপর একটি ভিডিও পরিবেশনা করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকা অতিথিদের হাতে তুলে দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন।

আলোচনা পর্ব শেষে কেক কেটে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App