×

জাতীয়

রাজধানীতে পৃথক ২টি ঘটনায় ২ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০১:১২ পিএম

রাজধানীর ডেমরা বাশেরপুল এলাকায় ঘুড়ি উড়াতে গিয়ে বাসার ছাদ থেকে নিচে পড়ে জুবায়ের আহমেদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার জয়নাল মিয়াজির ছেলে সে। পরিবারের সাথে গ্রামেই থাকতো। দুই ভাইবোনের মধ্যে দুবাইয়ের ছোট। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মামা মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে তার সাথে ডেমড়ার ওই বাসায় বেড়াতে আসে জুবায়ের। শুক্রবার সকালে এক তলা বাসার ছাদে ঘুড়ি উড়াচ্ছিলো যুবায়ের। ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবসত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৯টায় মৃত ঘোষণা করে। এদিকে রাজধানীর শাহবাগ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৪০) নামের ডিপিডিসির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে এই ঘটনা। ডিপিডিসির উপ-সহকারী প্রকৌশলী সামিউল হক জানান, একটি অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভিতরে বিদ্যুৎত সংযোগ মেরামতের কাজ করছিলো সে। কাজ করার সময় সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় জহিরুল। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App