×

সারাদেশ

যুবলীগ নেতা জাহাঙ্গীরের যত অপকর্ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৭ পিএম

জাহাঙ্গীর ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ কষিগারি এলাকার আবুল কালামের ছেলে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। আগে থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ২০১৭ সালে উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের দায়িত্ব পাওয়ার পর থেকেই জাহাঙ্গীর যুক্ত হয়ে পড়েন মাদক ব্যবসা ও জমি দখলের কাজে। তাঁর নেতৃত্বে উপজেলা যুবলীগের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মাদক সেবন ও মাদক বিক্রির সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানায় তাঁর নামে ৪টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মাদক মামলা। সর্বশেষ চলতি বছরের ১৯ মে ঘোড়াঘাটের পৌর মেয়র আবদুস সাত্তার মিলন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করতে গেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীরের নেতৃত্বে যুবলীগের নেতা মাসুদসহ কয়েকজন মেয়রের ওপর হামলা চালান। পৌর মেয়র আবদুস সাত্তার মিলন জানান, তাঁর ওপর হামলার ঘটনার পরের দিন তিনি জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ছাড়া জমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জাহাঙ্গীরের জড়িত থাকার কথাও জানান তিনি। জাহাঙ্গীরের বিষয়ে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের আওয়ামী লীগের সাংসদ শিবলী সাদিক বলেন, ‘জাহাঙ্গীর বেপরোয়া টাইপের। কিছুদিন আগে আমার ওপরও হামলার চেষ্টা করেছিল।’ হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক করা দুজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। তবে কী কারণে ইউএনওর ওপর তাঁরা হামলা করেছেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App