×

খেলা

মিরপুরে করোনা আতঙ্কে অনুশীলন বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ পিএম

মিরপুরে করোনা আতঙ্কে অনুশীলন বন্ধ

করোনা আতংকে হোম অব ক্রিকেট মিরপুরে তিন দিন অনুশীলন বন্ধ ঘোষণা করেছে বিসিবি

অক্টোবরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। লঙ্কা সফরকে সামনে রেখে তামিম-মুশফিকরা স্বাস্থ্যবিধি মেনে গত ১৯ জুলাই থেকে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শুরু করে। এ সময়ে মিরপুর ছাড়া দেশের তিন ভেন্যু চট্টগ্রাম, সিলেট ও খুলনায় জাতীয় দলের পুলে থাকা ৯ ক্রিকেটার নিয়ে শুরু হয়েছিল একক অনুশীলন। সময় গড়ানোর সঙ্গে ভেন্যুর সঙ্গে ক্রিকেটারদের সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশের ৭টি ভেন্যুতে একযোগে চলছে জাতীয় দলের ছেলে ও মেয়ে ক্রিকেটারসহ প্রায় ৪০ জনের অনুশীলন। ধীরে ধীরে ব্যক্তিগত অনুশীলন রূপ নিতে চলেছিল দলীয় অনুশীলনে। ক্রিকেটারদের আনাগোনায় মুখরিত হতে চলেছিল হোম অব ক্রিকেটের ভেন্যু। শুরুতে যেখানে শুধুই ফিটনেস ট্রেনিং ও ইনডোরে ব্যাটিং অনুষ্ঠিত হয়েছে সপ্তাহখানেক ধরে সেন্টার উইকেটেও ব্যাটে-বলে ধুন্ধুমার অনুশীলন চলছে ব্যাটসম্যান আর বোলারদের। হঠাৎ করোনা আতঙ্কে মিরপুরের অনুশীলন ৩ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গত এক মাস ধরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে অংশ নেয়া কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এদের মধ্যে এক ট্রেনার করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন। বিসিবির সূচি অনুযায়ী,আজ শুক্রবার সকাল থেকে মিরপুর শের-ই-বাংলায় তার অনুশীলন করার কথা ছিল। বিসিবির সিইও নিজাম উদ্দিন সুজন জানান, করোনা সতর্কতায় ঢাকার জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাই শুক্র, শনি ও রবিবার মিরপুর শের-ই-বাংলায় কোনো অনুশীলন অনুষ্ঠিত হবে না। তবে ঢাকাতে না হলেও দেশের বাকি ৬ ভেন্যুÑ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বগুড়া ও রংপুরে বিসিবির দেয়া আগের সূচিতেই অনুশীলন অনুষ্ঠিত হবে। হুট করেই ঢাকায় এক ট্রেনারের করোনায় আক্রান্ত হওয়া বিসিবিকে ক্ষণিকের জন্য বেকায়দায় ফেলে দিয়েছে। অবশ্য ক্রিকেট প্রশাসন বিষয়টি আগেই আঁচ করতে পেরেছে। আর সেকারণেই চলতি সপ্তাহে ওয়ার্ক ফ্রম হোম নীতিতে চলে গিয়েছেন টাইগারদের সর্বোচ্চ এই সংস্থার কর্তা-ব্যক্তিরা। গত মঙ্গলবার বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, এটা সার্বিক নিরাপত্তার জন্য। বলতে পারেন আমাদের পরিকল্পনার একটি অংশ। মানুষ সাধারণত একটি অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে রিলাক্স হয়ে যায়। যদি কারো মধ্যে উপসর্গ দেখা দেয় সেটা ভাবনার বিষয়। তো সেকারণেই এই সতর্কতা। তিনি এও বলেছিলেন, ‘এটাকে ঠিক ওয়ার্ক ফ্রম হোম বলা যাবে না। কেননা, আমরা শনিবার থেকে আবার অফিস শুরু করব। এখন দেখার বিষয় আজ থেকে বিসিবির কর্মকর্তারা অফিস করেন কিনা। ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা। বিসিবি প্রধান নির্বাহীর বিশ^াস, ট্রেনারের করোনা ধরা পড়ার বিষয়টি জাতীয় দলের অনুশীলনে কোনো প্রভাব ফেলবে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App